Dreamy Health BD

রোজিথ ৫০০ মি.গ্রা। Rozith 500 mg। Healthcare Pharmaceuticals Ltd.

রোজিথ ৫০০ মি.গ্রা

Table of Contents

Rozith 500mg। রোজিথ ৫০০ মি.গ্রা।
  • জেনেরিক নাম: Azithromycin Dihydrate
  • প্রস্তুতকারক কোম্পানি: Healthcare Pharmaceuticals Ltd.

 

রোজিথ ৫০০ মি.গ্রা এর দাম

  • প্রতি পিস: ৫০.০০ টাকা
  • পাতা: ৩০০ টাকা
  • বক্স: (২*৬ টি ট্যাবলেট)

 

বিশেষ করে ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া রোগের চিকিৎসায় রোজিথ ৫০০ মি.গ্রা ট্যাবলেট চিকিৎসকের নির্দেশনায় ব্যবহার করা হয়। এছাড়া নিম্ন শ্বাস নালীর সংক্রমণে, সাইনোসাইটিস এবং ফ্যারিঞ্জাইটিস/টনসিলাইটিস এর সমস্যায় রোজিথ ৫০০ মি.গ্রা ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। উপরের শ্বাস নালীর সংক্রমণে, ওটিটিস মিডিয়াতে এবং ত্বক ও নরম টিস্যু সংক্রমণে রোজিথ ৫০০ মি.গ্রা ট্যাবলেট বিশেষজ্ঞ চিকিৎসকন প্রেসক্রাইব করে থাকেন। 

পুরুষ এবং মহিলাদের বিভিন্ন যৌনবাহিত রোগের চিকিৎসায় এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিসের কারণে নন-গনোকোকাল ইউরেথ্রাইটিস এর চিকিৎসার ক্ষেত্রেও রোজিথ ৫০০ মি.গ্রা ট্যাবলেট রোগী সেবন করতে পারেন। মহিলাদের জরায়ু প্রদাহের চিকিৎসায় গাইনি চিকিৎসকগ রোজিথ ৫০০ মি.গ্রা ট্যাবলেট প্রেসক্রাইব করেন।

 

রোজিথ ৫০০ মি.গ্রা এর বিকল্প

ক্রম:বিকল্পকোম্পানিদাম
Azithrocin 500Beximco Pharmaceuticals Ltd.৩১.৫২ টাকা
AcosRadiant Pharmaceuticals Ltd.৫০.৯৫ টাকা
Azithromycin 500Albion Laboratories Ltd.২৭.০০ টাকা
Zimax 500Square Pharmaceuticals PLC.৩৬.০০ টাকা
Azyth 500Novartis (Bangladesh) Ltd.৫০.৭৯ টাকা

 

নির্দেশনা

নিচে বর্ণিত পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শে রোজিথ ৫০০ মি.গ্রা ট্যাবলেট নির্দেশিত হয়:

Rozith 500 হল একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক ছাড়া ও শিশুদের শ্বাস নালীর, কান, নাক, গলা, ফুসফুস, ত্বক এবং চোখের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। প্রাপ্তবয়স্কদের টাইফয়েড জ্বর এর চিকিৎসায় Rozith 500 মিলিগ্রাম অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন যৌনবাহিত রোগ যেমন: গনোরিয়া রোগের ক্ষেত্রেও Rozith 500 মিলিগ্রাম ট্যাবলেট চিকিৎসকের নির্দেশনায় সেবন করা যেতে পারে। ট্যাবলেটটি খুব কম সময়ের মধ্যে ব্যাকটেরিয়া, অনুজীব মেরে ফেলতে কার্যকর। ট্যাবলেট টি সাধারণত খাবার খাওয়ার দুই ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে খাওয়া যায়। যেহেতু ট্যাবলেটটি একটি এন্টিবায়োটিক, তাই এর কোর্স পুরোপুরি ভাবে শেষ করতে হবে। শারীরিক সুস্থতা বোধ করলেও কোনভাবেই ঔষধ এর কোর্স বাদ দেওয়া যাবে না। গর্ভবতী মহিলারা এবং দুগ্ধদানকারী মায়েরা এই ট্যাবলেট গ্রহণ করতে পারবেন কিনা তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে।

 

ফার্মাকোলজি

রোজিথ ৫০০ মি.গ্রা  ট্যাবলেট সহজেই শোষিত হয়, এবং খালি পেটে এর শোষণ ক্ষমতা বেশি থাকে। তাই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ট্যাবলেটের সর্বোচ্চ ঘনত্বের সময় ২.১ থেকে ৩.২ ঘন্টা। ট্যাবলেট টিতে ফ্যাগোসাইট উপস্থিত থাকায় অ্যাজিথ্রোমাইসিন সক্রিয়ভাবে স্থানান্তরিত হওয়ার সুযোগ পায়। ফ্যাগোসাইটোসিসের উপস্থিতির কারণে অ্যাজিথ্রোমাইসিনের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। রোজিথ ৫০০ মি.গ্রা  ট্যাবলেট সেবনের ফলে টিস্যুতে অ্যাজিথ্রোমাইসিনের ঘনত্ব রক্তরসের তুলনায় ৫০ গুণ বৃদ্ধি পেয়ে থাকে। এর মূল কারণ হলো ট্র্যাপিং এবং উচ্চ লিপিড দ্রবণীয়তা।

রোজিথ ৫০০ মি.গ্রা  ট্যাবলেট সেবনের ফলে অ্যাজিথ্রোমাইসিনের প্লাজমা ঘনত্ব হ্রাস পায়। এবং এর গড় প্লাজমা ক্লিয়ারেন্স হয়ে থাকে ৬৩০

মিলি/মিনিট।

 

অনুজীব বিদ্যা এর ক্ষেত্রে:

অজিথ্রোমাইসিন সংবেদনশীল অণুজীবের 50S রাইবোসোমাল সাবুনিটের সাথে আবদ্ধ হয়ে কাজ করে থাকে রোজিথ ৫০০ মি.গ্রা ট্যাবলেট। নিউক্লিক অ্যাসিড এর সাথে কোনভাবেই মিথস্ক্রিয়া করে না রোজিথ ৫০০ মি.গ্রা  ট্যাবলেট।

রোজিথ ৫০০ মিলিগ্রাম অ্যাজালাইড নামে পরিচিত। ট্যাবলেট টি অ্যান্টিবায়োটিকের ম্যাক্রোলাইড সাবক্লাসের অন্তর্গত। Rozith 500mg ট্যাবলেট প্রধানত প্রোটিন সংশ্লেষণ প্রতিরোধ করার জন্য রাইবোসোমাল সাবুনিটের সাথে কাজ করে থাকে।  রোজিথ 500 মিলিগ্রাম ট্যাবলেটের ক্যাম্পাইলোব্যাক্টর এসপি, টক্সোপ্লাজমা গন্ডি, ট্রেপোনেমা প্যালিডাম, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, লেজিওনেলা নিউমোফিলা এবং হোমিনিনের বিরুদ্ধে কাজ করে বলে প্রমাণ পাওয়া যায়।

 

রোজিথ ৫০০‌ মি. গ্রা এর মাত্রা ও সেবনবিধি  

রোজিথ ৫০০‌ মি. গ্রা এর মাত্রা ও সেবনবিধি নিচে দেওয়া হল:

প্রাপ্তবয়স্কদের জন্য:

সাধারণ প্রারম্ভিক মাত্রা:

মৌখিক ডোজ:

রোজিথ ৫০০‌ মি. গ্রা এর ট্যাবলেট প্রতিদিন একটি করে একটানা তিন দিন খাওয়ার পরামর্শ প্রদান করা হয়। পরবর্তীতে ডোজ কমিয়ে ২৫০ মিলিগ্রাম এর ট্যাবলেট দিনে দুইটি করে একটানা পাঁচ দিন খাওয়ার পরামর্শ প্রদান করা হয়। প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস দ্বারা সৃষ্ট যৌনবাহিত রোগে ভুগছেন, তারা প্রথম দিন একটি ৫০০ মিলিগ্রাম এর ট্যাবলেট খেতে হবে। এবং পরবর্তী দুই দিনের জন্য ২৫০ মিলিগ্রাম এর ট্যাবলেট একটি করে খেতে হবে।

 

শিশুদের ক্ষেত্রে:

যেসব শিশুদের বয়স ৬ মাসের বেশি তারা প্রথম তিন দিনের জন্য ১০ মিলিগ্রাম করে প্রতিদিন একবার সেবন করতে পারবে। যাদের শরীরের ওজন ১৫ থেকে ২৫ কেজি তারা প্রথম তিন দিনের জন্য ২০০ মিলিগ্রাম (১ চা চামচ) দিনে একবার করে খাওয়াতে হবে। শিশু শরীরের ওজন যদি ২৬ কেজি থেকে ৩৫ কেজি পর্যন্ত হয়ে থাকে তাহলে দেড় চা চামচ অর্থাৎ ৩০০ মিলিগ্রাম ৩ দিনের জন্য খাওয়াতে হবে। এবং শিশুর ওজন ৩৬ থেকে ৪৫ কেজি এর মধ্যে হলে ২ চা চামচ ঔষধ অর্থাৎ ৪০০ মিলিগ্রাম দিনে একবার করে তিন দিনের জন্য খাওয়াতে হবে।।

 

IV ইনফিউশনের জন্য নির্দেশনা:

নিউমোনিয়ায় আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীদের চিকিত্সার জন্য ইঞ্জেকশন Azithromycin এর প্রস্তাবিত ডোজ হল ৫০০ মিলিগ্রাম প্রতিদিন একবার শিরা পথে প্রবেশ করাতে হবে। পরবর্তী সাত থেকে ১০ দিনের জন্য ২৫০ মিলিগ্রাম করে দিনে দুইবার ট্যাবলেট হিসেবে মুখে সেবন করা যাবে। মৌখিক থেরাপি বন্ধ করার সময় অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। তবে এই ইনজেকশন ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য প্রযোজ্য নয়।

 

সেবন বিধি

  • রোজিথ ৫০০‌ মি. গ্রা খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে বা দুই ঘন্টা পরে খাবার পরামর্শ প্রদান করা হয়,
  • রোজিথ ৫০০‌ মি. গ্রা পর্যাপ্ত পরিমাণ পানির সাথে গিলে খেতে হবে। কোন অবস্থাতেই ট্যাবলেটটি ভেঙ্গে বা চিবিয়ে খাওয়া যাবে না।
  • খাবার খাওয়ার আগের তুলনায় খাবার খাওয়ার পরে সেবন করলে অধিক ফলপ্রসু হয়ে থাকে,
  • রোজিথ ৫০০‌ মি. গ্রা গ্রহণ করলে কোনোরকম মাদকদ্রব্য বা নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না।

 

রোজিথ ৫০০‌ মি. গ্রা সেবনের সময় কিছু বিষয় মনে রাখবেন: 

রোজিথ ৫০০‌ মি. গ্রা সেবনে বিভিন্ন ধরনের এলার্জি প্রতিক্রিয়া যেমন: এরিথ্রোমাইসিন, অ্যাঞ্জিওনিউরোটিক এডিমা, অ্যানাফিল্যাক্সিস হতে পারে। তাই ইতোমধ্যে যারা এই ধরনের এলার্জিতে আক্রান্ত তারা কোনভাবেই রোজিথ ৫০০‌ মি. গ্রা সেবন করতে পারবেন না। এজিথ্রোমাইসিনের এর কারণে আরো বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই রোজিথ ৫০০‌ মি. গ্রা সেবনের পূর্বে আপনিও উক্ত এলার্জিতে আক্রান্ত কি না তা পরীক্ষা করে দেখতে পারেন।

 

রোজিথ ৫০০‌ মি. গ্রা এর ওষুধের মিথস্ক্রিয়া

রোজিথ ৫০০‌ মিগ্রা এ এন্টাসিড এর উপস্থিতি থাকলে এর শোষণ ক্ষমতা কমে যায়। Rozith 500mg এবং cytochrome P450 সিস্টেমের মধ্যে মিথস্ক্রিয়া করে থাকে। নিয়মিত Rozith 500mg সেবন করলে সাইক্লোস্পোরিন এবং ডিগক্সিনের প্লাজমা স্তর বৃদ্ধি পায়। Rozith 500mg সরাসরি ওয়ারফারিন, থিওফাইলাইন, কার্বামাজেপাইন, মিথাইলপ্রেডনিসোলোন, বা সিমেটিডিন এর সাথে কাজ করতে পারে।

 

রোজিথ ৫০০‌ মি. গ্রা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া

রোজিথ ৫০০‌ মি. গ্রা সাধারণত খুব সহজেই শরীরের সাথে মিশে যায়। তাই এর পার্শ্ব প্রতিক্রিয়াও বেশ কম। তবে এই ঔষধ সেবনে হালকা থেকে মাঝারি ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হল:

  • গ্যাস্ট্রোইনটেস্টাইনালের বিভিন্ন সমস্যা,
  • বমি বমি ভাব, 
  • পেটে অস্বস্তি
  • পেটে ব্যথা,
  •  বমি, 
  • পেট ফাঁপা, 
  • ডায়রিয়া

রোজিথ ৫০০‌ মি. গ্রা ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো সাধারণত খুব তাড়াতাড়ি নিজ থেকে চলে যায়। তবে কোনো কারণে পার্শ্বপ্রতিক্রিয়া গুলো দীর্ঘদিন যাবত চলতে থাকলে ঔষধ বন্ধ করে দিতে হবে।

 

রোজিথ ৫০০‌ মি. গ্রা ঔষধের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া

রোজিথ ১০ মি. গ্রা এর সম্ভাব্য আরো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেগুলো হলো:

  • শরীরে ফুসকুড়ি বা এলার্জি উঠা,
  • জন্ডিসের সমস্যা হতে পারে,
  • আলোর সংবেদনশীলতা,
  • লিভারের সামান্য ক্ষতি
  • শ্রবণশক্তির সমস্যা।

 

গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে রোজিথ ৫০০‌ মি. গ্রা সেবন 

রোজিথ ৫০০‌ মি. গ্রা গর্ভবতী মহিলাদের ভ্রূণের কোন ক্ষতি করে বলে প্রমাণ পাওয়া যায়নি। তবে গর্ভবতী মহিলারা এই ট্যাবলেট সেবনের পূর্বে তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে ডাক্তারকে অবগত করতে হবে। গর্ভাবস্থায় রোজিথ ৫০০‌ মি. গ্রা এর কোন বিকল্প ঔষধ যদি খুঁজে পাওয়া না যায় সে ক্ষেত্রে শুধুমাত্র এই ট্যাবলেট সেবন করানো যাবে। স্তন্যদানকারী মায়ের বুকের দুধে রোজিথ ৫০০‌ মি. গ্রা প্রবেশ করে কিনা এ সম্পর্কে কোন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাই স্তন্যদানকারী মায়েরা এই ট্যাবলেট সেবনের পূর্বে অবশ্যই ব্যক্তিগত ডাক্তারকে অবহিত করতে হবে।

 

প্রতি নির্দেশনা

যেসব ব্যক্তিরা অতিমাত্রায় এলার্জিতে আক্রান্ত তারা রোজিথ ৫০০‌ মি. গ্রা ট্যাবলেট এড়িয়ে চলবেন। এই ট্যাবলেট সেবনের কিছু সময়ের মধ্যে মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটের বিভিন্ন অস্বস্তি অর্থাৎ পেটে ব্যথা, ডায়রিয়া অনুভূত হতে পারে। এছাড়া যাদের আলোর সংবেদনশীলতা এবং শ্রবণশক্তিতে সমস্যা রয়েছে তারা রোজিথ ৫০০‌ মি. গ্রা ট্যাবলেট সেবন করলে দ্বিগুন সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এসব সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য ট্যাবলেট টি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

 

রোজিথ ৫০০‌ মি. গ্রা এর ওভারডোজ এর প্রভাব

Rozith 500mg ওভারডোজ সম্পর্কে বিস্তারিত কোন তথ্য এখনো পাওয়া যায়নি। তবে এই ট্যাবলেটের ওভারডোজ গ্রহণ করলে অতিরিক্ত মাত্রায় বমি বমি ভাব, ডায়রিয়া, শ্রবণশক্তি তে চরম সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। তবে এর ওভারডোজ থেকে পরিত্রানের উপায় সম্পর্কে বিস্তারিত কোন তথ্য আমাদের কাছে নেই।

 

রোজিথ ৫০০‌ মি. গ্রা থেরাপিউটিক ক্লাস 

রোজিথ ৫০০‌ মি. গ্রা থেরাপিউটিক ক্লাস হলো: Macrolides

 

রোজিথ ৫০০‌ মি. গ্রা – সতর্কতা

যে সকল রোগীর বৃক্কের সমস্যা রয়েছে তারা রোজিথ ৫০০‌ মি. গ্রা সেবন করতে পারবেন না। অথবা সেবন করলেও খুব সতর্কতার সাথে করতে হবে। এজিথ্রোমাইসিন বা অন্য কোন ম্যাক্রোলাইড এন্টিবায়োটিক যদি কোন রোগী খেয়ে থাকেন তাহলে রোজিথ ৫০০‌ মি. গ্রা তাদের যথাসম্ভব পরিহার করা উচিত। অতিরিক্ত পরিমাণে এলার্জি সমস্যা থাকলেও এই ট্যাবলেট তাদের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে।

 

রাসায়নিক গঠন

সংকেত: C38H72N2O12

রাসায়নিক গঠন:

রোজিথ ৫০০ মি.গ্রা
রোজিথ ৫০০ মি.গ্রা

 

** বিশেষ ঘোষণা

রোজিথ ৫০০‌ মি. গ্রা ঔষধ সম্পর্কে তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি। পাঠকদের সঠিক তথ্য প্রদানের জন্য উক্ত তথ্যগুলো সরবরাহ করা হয়েছে। তবে আমাদের তথ্যগুলো কোনভাবেই বিশেষজ্ঞ ডাক্তারের বিকল্প নয়। উপরিউক্ত তথ্য সম্পর্কে আমরা শতভাগ নিশ্চয়তা প্রদান করছি না।উপরের তথ্য অনুসরণ করে ঔষধ সেবন করলে কোনোরূপ ক্ষতির সম্মুখীন হলে আমরা কোনভাবেই দায়ী থাকবো না।

  • রোজিথ ৫০০‌ মি. গ্রা সম্পর্কে তথ্যগুলো শুধুমাত্র সাধারণ জ্ঞান প্রদান করার জন্য সাজানো হয়েছে। তথ্যগুলো কোন ভাবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে ব্যবহার করা যাবে না।
  • ঔষধ সেবনের পূর্বে ডাক্তারকে আপনার শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত করুন।

 

“আরো পড়ুন”

নিউকস বি (neucos b) ১০০ মি.গ্রা. ট্যাবলেট | দাম – নির্দেশিকা – মাত্রা সেবনবিধি

 

রোজিথ ৫০০‌ মি. গ্রা সম্পর্কে প্রশ্ন উত্তর

১) রোজিথ ৫০০ এর কাজ কি?

উঃ সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করার জন্য রোজিথ ৫০০ মিলিগ্রাম চিকিৎসকের নির্দেশনা ব্যবহার করা হয়।

২)Rozith 500mg কেন খায়?

উঃ যৌনবাহিত রোগের সংক্রমণে, অন্ত্রের সংক্রমণ এবং ম্যালেরিয়া দূর করতে উক্ত ট্যাবলেটটি গ্রহণ করতে বলা হয়।

৩) রোজিথ কোন যৌন রোগের চিকিৎসা করে?

উঃ রোজিথ ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস জাতীয় যৌন রোগের চিকিৎসা করে।

৪)অ্যাজিথ্রোমাইসিন কতদিন পর এলার্জি হতে পারে?

উঃ অ্যাজিথ্রোমাইসিন গ্রহণ করার এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এলার্জির লক্ষণ প্রকাশ পেতে পারে।

৫)অ্যাজিথ্রোমাইসিন খেলে কি চুল পড়ে?

উঃ অ্যাজিথ্রোমাইসিন শরীরে ভিটামিন বি এবং হিমোগ্লোবিন এর পরিমাণ কমিয়ে দেয়। ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চুল পড়তে পারে।

৬) Rozith 500mg খেলে কি শ্রবণশক্তি কমে যায়?

উঃ দীর্ঘদিন যাবত Rozith 500mg সেবন করলে শ্রবণশক্তি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৭) অ্যাজিথ্রোমাইসিন এর সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া কোনটি?

উঃ অ্যাজিথ্রোমাইসিন এর সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো ডায়রিয়া।

৮) Rozith 500mg কতদিন শরীরে কাজ করে?

উঃ Rozith 500mg শরীরে সর্বোচ্চ ১৫ দিন কাজ করে।

৯)অ্যাজিথ্রোমাইসিন কাদের খাওয়া উচিত নয়?

উঃ লিভার বা কিডনির সমস্যা রয়েছে এমন রোগীদের অ্যাজিথ্রোমাইসিন হওয়া উচিত নয়।

১০)অ্যাজিথ্রোমাইসিন খাওয়ার সময় কি বুকের দুধ খাওয়ানো যায়?

উঃ অ্যাজিথ্রোমাইসিন গ্রহণের সময় শিশুকে বুকের দুধ খাওয়ানোর তেমন কোন বাধ্যবাধকতা নেই। এতে শিশু ক্ষতিগ্রস্ত হয় বলেও কোন তথ্য পাওয়া যায়নি।

 

রেফারেন্স

 

Related Posts
Napa Extra 500 mg+65 mg Tablet (নাপা এক্সট্রা ৫০০ মি:গ্র:+৬৫ মি:গ্রা: ট্যাবলেট)
Napa Extra

Napa Extra 500 mg+65 mg Tablet (নাপা এক্সট্রা ৫০০ মি:গ্র:+৬৫ মি:গ্রা: ট্যাবলেট) নাপা এক্সট্রা (Napa Extra) প্যারাসিটামল ও ক্যাফেইন এর Read more

এইস প্লাস | Ace Plus Tablet | দাম – জেনেরিক – খাওয়ার নিয়ম ও যাবতীয় তথ্য
এইস প্লাস

এইস প্লাস | Ace Plus Tablet  জেনেরিক নামঃ  প্যারাসিটামল  উপাদানঃ প্যারাসিটামল + ক্যাফেইন  প্রস্তুতকারক কোম্পানিঃ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড      এইস প্লাস Read more

টামেন টার্বো | Tamen Turbo Tablet | দাম – জেনেরিক – খাওয়ার নিয়ম ও যাবতীয় তথ্য 
টামেন টার্বো

টামেন টার্বো | Tamen Turbo Tablet নামঃ  Tamen Turbo500 (mg+65 mg) ধরনঃ ট্যাবলেট জেনেরিক নামঃ  প্যারাসিটামল  উপাদানঃ প্যারাসিটামল + ক্যাফেইন  Read more

মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট | Monas 10 mg Tablet
মোনাস ১০

Monas 10 mg Tablet | মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট  জেনেরিক নামঃ   মন্টিলুকাস্ট  প্রস্তুতকারক কোম্পানিঃ    ACME ল্যাবরেটরিজ লিমিটেড মোনাস Read more

প্রোভেয়ার ১০ মি.গ্রা.ট্যাবলেট | Provair 10 mg Tablet
প্রোভেয়ার ১০ মি.গ্রা.ট্যাবলেট | provair 10 mg tablet

প্রোভেয়ার ১০ মি.গ্রা.ট্যাবলেট | provair 10 mg tablet  জেনেরিক নামঃ   মন্টিলুকাস্ট  প্রস্তুতকারক কোম্পানিঃ   Unimed Unihealth MFG প্রোভেয়ার ১০mg Read more

ফেক্সো ১২০ মি.গ্রা. ট্যাবলেট | Fexo 120mg Tablet
ফেক্সো ১২০

ফেক্সো ১২০ মি.গ্রা. ট্যাবলেট | Fexo 120mg Tablet জেনেরিক নামঃ  ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড প্রস্তুতকারক কোম্পানিঃ   স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি.   ফেক্সো Read more

Leave a Comment