Table of Contents
ToggleEnigma 50 mg। এনিগমা ৫০ মি. গ্রা।
- জেনেরিক নাম: Sildenafil Citrate
- প্রস্তুতকারক কোম্পানি: Healthcare Pharmaceuticals Ltd
এনিগমা ৫০ মি. গ্রা এর দাম
- প্রতি পিস: ৩৩.০০ টাকা
- পাতা: ১৩২.০০ টাকা
বিশেষত ইরেক্টাইল ডিসফাংশন এর চিকিৎসায় এনিগমা ৫০ মি. গ্রা ( Enigma 50 mg ) ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া পুরুষদের চিকিত্সায় এবং সন্তোষজনক যৌন কর্মক্ষমতার জন্য এনিগমা ৫০ মি. গ্রা চিকিৎসকের নির্দেশনা ব্যবহার করা যেতে পারে। এনিগমা হল সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট (cGMP)-নির্দিষ্ট ফসফোডিস্টেরেজ টাইপ 5 (PDE5) এর মেডিসিন। যৌন উদ্দীপনা নাইট্রিক অক্সাইডের হেরফের এর কারণেও এনিগমা ৫০ মি. গ্রা ( Enigma 50 mg ) ব্যবহার করা যেতে পারে।
এনিগমা ৫০ মি. গ্রা ( Enigma 50 mg ) ব্যবহারের ফলে মসৃণ পেশী শিথিল হয় এবং পেনাইল টিস্যুতে রক্তের প্রবাহ ঘটে। এনিগমা ৫০ মি.গ্রা সাধারণত লিঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি করে থাকে। পুরুষদের ইরেকশন পেতে বা বজায় রাখতে এনিগমা ৫০ মি. গ্রা চিকিৎসকের দ্বারা সুপারিশ প্রাপ্ত। এনিগমা ৫০ মি. গ্রা ( Enigma 50 mg ) খালি পেটে খাওয়া যেতে পারে। আবার সেক্স করার পরিকল্পনা করার প্রায় ১ ঘন্টা বা তার কিছু সময় আগে এনিগমা ৫০ মি. গ্রা ( Enigma 50 mg ) সেবন করা উচিত।
তবে কোন ব্যক্তি যদি ইরেক্টাইল ডিসফাংশন এ আক্রান্ত না হয়ে থাকেন তাহলে এনিগমা ৫০ মি. গ্রা ( Enigma 50 mg ) সেবন করা উচিত নয়। ইরেক্টাইল ডিসফাংশন না থাকলে পুরুষত্বহীনতার চিকিৎসায় অন্য কোন মেডিসিন ব্যবহার করা উচিত। ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল অধিক মাথা ব্যথা বা মাথা ঘোরা।
এনিগমা ৫০ মি. গ্রা এর বিকল্প
ক্রম: | বিকল্প | কোম্পানি | দাম |
১ | Aggra 50 | Eskayef Pharmaceuticals Ltd. | ২৭.০০ টাকা |
২ | Silagra 50 | Incepta Pharmaceuticals Ltd. | ২৭.০০ টাকা |
৩ | Edegra 50 | Sun Pharmaceutical (Bangladesh) Ltd. | ২৭.৮১ টাকা |
৪ | Activa 50 | Pacific Pharmaceuticals Ltd. | ২২.৫০ টাকা |
৫ | Immense 50 | Biopharma Ltd. | ২২.৫০ টাকা |
নির্দেশনা
নিচে বর্ণিত পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শে এনিগমা ৫০ মি. গ্রা ট্যাবলেট নির্দেশিত হয়:
ইরেক্টাইল ডিসফাংশন এর চিকিৎসায় এনিগমা ৫০ মি. গ্রা ( Enigma 50 mg ) ব্যবহার করা হয়ে থাকে। তবে ঔষধ টি সেবনের পূর্বে নিশিত হয়ে নিতে হবে যে রোগীর ইরেক্টাইল ডিসফাংশন এর সমস্যা রয়েছে কিনা। সিলডেনাফিল গ্রহণ করা শুরু করলে ফসফোডিস্টেরেজ টাইপ 5 (PDE5) বাধা প্রদান করতে শুরু করে। সিলডেনাফিল PDE5 ইনহিবিটার এবং আলফা-অ্যাড্রেনার্জিক ব্লকিং এজেন্ট উভয়ই রক্তচাপ কমাতে ভূমিকা রাখে।
যে সকল ব্যক্তিদের হাইপোটেনশনের এর সমস্যা রয়েছে তারা কোনোভাবেই এনিগমা ৫০ মি. গ্রা ( Enigma 50 mg ) সেবন করবেন না। হাইপোটেনশনের এর সমস্যা রয়েছে এমন ব্যক্তি যদি এনিগমা ৫০ মি.গ্রা সেবন করেন তাহলে রোগী হঠাত অজ্ঞান হয়ে যেতে পারে। কিছু রোগীরা আলফা-ব্লকার থেরাপিতে হেমোডাইনামিক এ অস্বাভাবিক লক্ষণ প্রকাশ করে। এই সকল রোগীরা এনিগমা ৫০ মি.গ্রা সেবন করলে হাইপোটেনশনের সমস্যা আরো বেড়ে যায়। যে সমস্ত রোগীরা ইতিমধ্যে PDE5 অপ্টিমাইজড ডোজ গ্রহণ করছেন, তাদের এনিগমা ৫০ মি.গ্রা এর সর্বনিম্ন ডোজ দিয়ে শুরু করা উচিত।
ফার্মাকোলজি
সিলডেনাফিল হল সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট (cGMP) এর একটি ইনহিবিটর। যা একটি নির্দিষ্ট ফসফোডিস্টেরেজ টাইপ 5 (PDE5) এর ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। সিলডেনাফিল ফসফোডিস্টেরেজ টাইপ 5 (PDE5) কে বাধা প্রদান করতে সাহায্য করে। যা একই সাথে নাইট্রিক অক্সাইড (NO) এর প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করে। ট্যাবলেটটির শক্তিশালী উপাদান কর্পাস ক্যাভারনোসামে cGMP মসৃণ পেশি শিথিল করতে সাহায্য করে। এছাড়া পরিমিত পরিমাণে কর্পাস ক্যাভারনোসামে মিশ্রিত থাকার কারণে পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
শোষণ: সিলডেনাফিল খালি পেটে খুব দ্রুত শোষিত হয়। খাবার গ্রহণ করার ৩০ মিনিট বা ৬০ মিনিট পূর্বে সিলডেনাফিল গ্রহণ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। সিলডেনাফিল খাবারের সাথেও গ্রহণ করা যায়।
ফার্মাকোকিনেটিক্স: ৬৫ বছর বা তার বেশি বয়স্ক মানুষদের ক্ষেত্রে সিলডেনাফিলের এর মাত্র কমিয়ে দেওয়া উচিত। কারণ ৬৫ বছর বা তার বেশি বয়স্ক মানুষদের সিলডেনাফিলের প্লাজমা AUC মান প্রায় ৮৪% এবং ১০৭% বেশি হয়ে থাকে তরুণদের তুলনায়।
এনিগমা ৫০ মি. গ্রা এর মাত্রা ও সেবনবিধি
এনিগমা ৫০ মি. গ্রা এর মাত্রা ও সেবনবিধি নিচে দেওয়া হল:
প্রাপ্তবয়স্কদের জন্য:
সাধারণ প্রারম্ভিক মাত্রা:
ইরেক্টাইল ডিসফাংশন: ইরেক্টাইল ডিসফাংশন রোগীদের জন্য প্রতিদিন ৫০ মিলিগ্রাম এর একটি ট্যাবলেট সেক্স করার ১ ঘন্টা পূর্বে গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। সিলডেনাফিল সেক্স করার ৪-৫ ঘন্টা পূর্বে যে কোন সময় গ্রহণ করা যায়। রোগীর শরীরের পরিস্থিতি বিবেচনা করে বা শারীরিক উন্নতি হলে এনিগমা ৫০ মি.গ্রা এর জায়গায় এনিগমা ২৫ মিলিগ্রাম এর একটি ট্যাবলেট দৈনিক একবার খাওয়া যেতে পারে।
রেনাল সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের ডোজ:
যাদের বয়স ৬৫ বছরের বেশি এবং রেনাল সমস্যা রয়েছে সেসব রোগীরা এই ট্যাবলেট ব্যবহারে উচ্চ রক্তচাপে ভুগতে পারেন। তাই এই রোগীদের জন্য প্রস্তাবিত ডোজ হলো এনিগমা ২৫ মিলিগ্রাম এর একটি ট্যাবলেট দিনে একবার।
পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন:
যে সকল রোগীরা পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন এর সমস্যায় ভুগছেন তারা দিনে তিনটি এনিগমা ২০ মিলিগ্রাম এর ট্যাবলেট সেবন করতে পারবেন। মোটামুটি চার থেকে ছয় ঘন্টা ব্যবধানে এক একটি ট্যাবলেট সেবন করা যাবে।
মাত্রাবৃদ্ধি
রোগীর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে এবং এনিগমা ৫০ মি.গ্রা ব্যবহারে ভালো ফলাফল না পেলে এনিগমা ১০০ মিলিগ্রাম এর একটি করে ট্যাবলেট প্রতিদিন সেবন করতে পারবেন। তবে ঔষধ এর ডোজ বাড়ানোর পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
সেবন বিধি
- এনিগমা ৫০ মি. গ্রা খাবার আগে গ্রহণ করতে হবে। চাইলে খাবারের সাথেও এই ট্যাবলেটটি গ্রহণ করা যায়।
- সেক্স করার এক ঘন্টা পূর্বে ঔষধটি সেবন করলে ভালো ফলাফল পাওয়া যাবে। কেউ চাইলে সেক্স করার চার থেকে পাঁচ ঘন্টা পূর্বেও ট্যাবলেট টি সেবন করতে পারেন।
- এনিগমা ৫০ মি. গ্রা নির্দিষ্ট পরিমাণ পানির সাথে গিলে খেতে হবে। কোন অবস্থাতেই ঔষধটি চিবিয়ে বা ভেঙ্গে খাওয়া যাবে না।
- এনিগমা ৫০ মি. গ্রা সেবনকালে মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন।
এনিগমা ৫০ মি. গ্রা সেবনের সময় কিছু বিষয় মনে রাখবেন:
এনিগমা ৫০ মি. গ্রা সেবনের পূর্বে অবশ্যই নিশ্চিত হতে হবে যে রোগী ইরেক্টাইল ডিসফাংশন এর সমস্যায় ভুগছেন কিনা। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি প্রমাণিত হয় যে রোগী পুরুষত্বহীনতায় ভুগছেন তাহলে এনিগমা ৫০ মি. গ্রা সেই রোগীর জন্য প্রযোজ্য হবে। যারা ইতোমধ্যে নিম্ন রক্তচাপ এর সমস্যায় ভুগছেন তারা কোনোভাবেই এনিগমা ৫০ মি. গ্রা সেবন করতে পারবেন না।
আলফা-ব্লকার থেরাপিতে অভ্যস্ত এমন রোগীরা এনিগমা ৫০ মি. গ্রা ( Enigma 50 mg ) অনায়াসে সেবন করতে পারবেন। যারা ইতোমধ্যে হাইপোটেনশনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এনিগমা ৫০ মি. গ্রা এর সর্বনিম্ন ডোজ গ্রহণের সুপারিশ প্রদান করা হয়। নিয়মিত এনিগমা ৫০ মিলিগ্রাম সেবন করলে ইন্ট্রাভাসকুলার ভলিউম এর মাত্রা কমে যেতে পারে। এ ক্ষেত্রে পরবর্তীতে অ্যান্টি-হাইপারটেনসিভ এর ঔষধ গ্রহণ করার প্রয়োজন হতে পারে। রক্তপাত জনিত সমস্যা এবং পেপটিক আলসার রয়েছে এমন রোগীরা এনিগমা ৫০ মিলিগ্রাম দ্বারা চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকুন।
এনিগমা ৫০ মি. গ্রা এর ওষুধের মিথস্ক্রিয়া
Sildenafil বিপাক প্রধানত সাইটোক্রোম P450 (CYP) isoforms 3A4 এবং 2C9 এর মাঝে মাঝে পর্যায়ে মধ্যস্থতা করে থাকে। আইসোএনজাইম ১৪ এর ইনহিবিটাররা সিলডেনাফিল ক্লিয়ারেন্স কমাতে সাহায্য করে। ফলশ্রুতিতে আইসোএনজাইমগুলির ইনডিউসারগুলি সিলডেনাফিল ক্লিয়ারেন্স বাড়িয়ে তুলতে পারে। সিমেটিডিন (১০০ মিলিগ্রাম), একটি অ-নির্দিষ্ট সিওয়াইপি ইনহিবিটার হিসেবে বিবেচনা করা হয়।
সুস্থ কোন ব্যক্তি এনিগমা ৫০ মি. গ্রা ( Enigma 50 mg ) সেবন করলে প্লাজমা সিলডেনাফিলের ঘনত্ব ৫৬% বৃদ্ধি পায়। এনিগমা ১০০ মি. গ্রা হল নির্দিষ্ট CYP3A4 ইনহিবিটর। সিলডেনাফিল এ রয়েছে এইচআইভি প্রোটিজ ইনহিবিটর সাকুইনাভির। তবে Sildenafil এর সাথে অন্যান্য প্রোটেজ ইনহিবিটর এবং এনিগমার মধ্যে মিথস্ক্রিয়া করা হয়নি। তবে Sildenafil সেরোটোনিন রিউপটেক ইনহিবিটরস, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস), থিয়াজাইড, থায়াজাইড এবং চ্যানেল ব্লকের এনিগমা ফার্মাকোকিনেটিক্সের উপর ক্ষতিকর কোন প্রভাব বিস্তার করে না।
এনিগমা ১০০ মি. গ্রা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া
বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এনিগমা ১০০ মি. গ্রা সহজে গ্রহণ যোগ্যতা লাভ করে। তবে এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো খুবই সাধারণ হয়ে থাকে। এনিগমা ১০০ মি. গ্রা এর সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হল:
সমস্ত শরীর ব্যাপী যেসব সমস্যা হতে পারে:
- মুখের শোথ,
- আলোক সংবেদনশীল, প্রতিক্রিয়া,
- শক,
- অ্যাথেনিয়া,
- ব্যথা,
- ঠান্ডা লাগা,
- পেটে ব্যথা,
- অ্যালার্জির প্রতিক্রিয়া,
- বুকে ব্যথা,
কার্ডিওভাসকুলার যেসব সমস্যা হতে পারে:
- এনজিনা পেক্টোরিস,
- এভি ব্লক,
- মাইগ্রেন,
- সিনকোপ,
- টাকাইকার্ডিয়া,
- হাইপোটেনশন,
- পোস্টুরাল হাইপোটেনশন,
- মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া,
- সেরিব্রাল থ্রম্বোসিস,
- কার্ডিয়াক অ্যারেস্ট,
- হার্ট ফেইলিওর,
- কার্ডিওমায়োপ্যাথি।
পেটের যেসব সমস্যা হতে পারে:
- বমি,
- গ্লসাইটিস,
- কোলাইটিস,
- ডিসফ্যাগিয়া,
- গ্যাস্ট্রাইটিস,
- গ্যাস্ট্রোএন্টেরাইটিস,
- এসোফ্যাগাইটিস,
- স্টোমাটাইটিস,
- লিভারের কার্যকারিতা কমে যাওয়া, রেকটাল হেমোরেজ,
- জিনজিভাইটিস।
স্নায়বিক যেসব সমস্যা হতে পারে:
- অ্যাটাক্সিয়া,
- হাইপারটোনিয়া,
- নিউরালজিয়া,
- নিউরোপ্যাথি,
- প্যারেস্থেসিয়া,
- কাঁপুনি,
- ভার্টিগো,
- বিষণ্নতা,
- অনিদ্রা,
- অস্বাভাবিক স্বপ্ন।
শ্বাসযন্ত্রে যেসব সমস্যা তৈরি হতে পারে:
- হাঁপানি,
- শ্বাসকষ্ট
- ল্যারিঞ্জাইটিস,
- ফ্যারিঞ্জাইটিস,
- সাইনোসাইটিস,
- ব্রঙ্কাইটিস,
- থুতু মাত্রায় থুথু আসা,
- কাশি।
এনিগমা ১০০ মি. গ্রা ঔষধের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া
এনিগমা ১০০ মি. গ্রা এর সম্ভাব্য আরো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেগুলো হলো:
- হঠাৎ শ্রবণশক্তি হ্রাস,
- মাইড্রিয়াসিস,
- কনজেক্টিভাইটিস,
- ফটোফোবিয়া,
- টিনিটাস,
- চোখের ব্যথা,
- কানে ব্যথা,
- চোখের রক্তক্ষরণ,
- চোখ শুষ্ক হয়ে আসা,
- অস্বাভাবিক বীর্যপাত ইত্যাদি।
গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এনিগমা ১০০ মি. গ্রা সেবন
গর্ভাবস্থায় এবং স্তন্যদান কালে এনিগমা ১০০ মি. গ্রা সেবন করলে কোন ক্ষতি হবে কিনা এ সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায় নি। সিলডেনাফিল সাধারণত পুরুষদের জন্য ব্যবহৃত হয়, এই ট্যাবলেটটি মহিলাদের ব্যবহারের জন্য প্রযোজ্য নয়। যেহেতু ট্যাবলেটটি মহিলাদের জন্য নির্দেশিত নয় তাই গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি সেবন না করাই শ্রেয়।
প্রতি নির্দেশনা
এনিগমা ১০০ মি. গ্রা এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি। তাই এই ট্যাবলেট কি প্রথমে কম ডোজে সেবন করে দেখতে হবে। শরীরে তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া না হলে পরবর্তীতে এনিগমা ১০০ মি. গ্রা বাহ ২০০ মিলিগ্রাম এর একটি করে ট্যাবলেট সেবন করা যেতে পারে। ট্যাবলেটটি সুমনের পর পার্শ্বপ্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হলে ট্যাবলেট কি খাওয়া বন্ধ করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ কমিয়ে দিতে হবে।
এনিগমা ১০০ মি. গ্রা এর ওভারডোজ এর প্রভাব
এনিগমা ১০০ মি. গ্রা সর্বোচ্চ ওভারডোজ হতে পারে ৮০০ মিলিগ্রাম। বর্তমানকালে এই ঔষধের অভারডোজ সেবন অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। কোন ব্যক্তি এই ট্যাবলেট এর ওভার ডোজ গ্রহণ করলে রেনাল ডায়ালাইসিস ক্লিয়ারেন্স এর চিকিৎসা প্রদান করতে হবে। এনিগমা অত্যন্ত শক্তিশালী একটি ঔষধ যার প্লাজমা পুরোপুরি প্রোটিনের সাথে যুক্ত থাকে। তাই প্রসাবের সাথে নির্মূল হওয়ার কোন সম্ভাবনা নেই।
এনিগমা ১০০ মি. গ্রা থেরাপিউটিক ক্লাস
এনিগমা ১০০ মি. গ্রা থেরাপিউটিক ক্লাস হল: Drugs for Erectile Dysfunction
এনিগমা ১০০ মি. গ্রা – সতর্কতা
এনিগমা ১০০ মি. গ্রা সেবনের আগে কিছু সতর্কতা জেনে নেওয়া জরুরী। নিচে সতর্কতা গুলো তুলে ধরা হলো:
ইরেক্টাইল ডিসফাংশনের এর সমস্যা না থাকলে এনিগমা ১০০ মি. গ্রা এর ট্যাবলেট সেবন করা যাবে না। যাদের রক্তপাত জনিত সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেট এড়িয়ে চলুন। যেসব রোগীরা দীর্ঘদিন যাবত হাইপোটেনশনের সমস্যায় ভুগছেন তারা এই ঔষধ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। যে সকল ব্যক্তি নিম্ন রক্তচাপ এর সমস্যায় আক্রান্ত তারা এনিগমা ১০০ মি. গ্রা এর ট্যাবলেট খাওয়ার পূর্বে, ডাক্তারের সাথে পরামর্শ করুন। ট্যাবলেটটি গ্রহণের পর বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হলে ঔষধ গ্রহন থেকে বিরত থাকুন।
রাসায়নিক গঠন
সংকেত: C 22 H 30 N 6 O 4 S
রাসায়নিক গঠন:
সংরক্ষণ
একটি শুকনো জায়গায় সংরক্ষণ করুন। আলো ও আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন। ওষুধটি শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন।
** বিশেষ ঘোষণা
এনিগমা ১০০ মি. গ্রা ঔষধ সম্পর্কে তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি। পাঠকদের সঠিক তথ্য প্রদানের জন্য উক্ত তথ্যগুলো সরবরাহ করা হয়েছে। তবে আমাদের এনিগমা ১০০ মি. গ্রা ঔষধ সম্পর্কে প্রদত্ত তথ্যগুলো কোনভাবেই বিশেষজ্ঞ ডাক্তারের বিকল্প নয়। উপরিউক্ত তথ্য সম্পর্কে আমরা শতভাগ নিশ্চয়তা প্রদান করছি না। আপনার যদি শারীরিক কোন অসুবিধা থেকে থাকে তাহলে এনিগমা ১০০ মি. গ্রা সম্পর্কে প্রদত্ত তথ্য অনুসরণ করে কোন ঔষধ সেবন করবেন না। উপরের তথ্য অনুসরণ করে ঔষধ সেবন করলে কোনোরূপ ক্ষতির সম্মুখীন হলে আমরা কোনভাবেই দায়ী থাকবো না।
- উপরে উক্ত তথ্যগুলো শুধুমাত্র সাধারণ জ্ঞান প্রদান করার জন্য সাজানো হয়েছে। তথ্যগুলো কোন ভাবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে ব্যবহার করা যাবে না।
- ঔষধ সেবনের পূর্বে ডাক্তারকে আপনার শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত করুন এবং আপনার পূর্বে কোন রোগের ইতিহাস থাকলে তা ডাক্তারকে জানান।
“আরো পড়ুন”
নিউকস বি (neucos b) ১০০ মি.গ্রা. ট্যাবলেট | দাম – নির্দেশিকা – মাত্রা সেবনবিধি
এনিগমা ১০০ মি. গ্রা সম্পর্কে প্রশ্ন উত্তর
১)সিলডেনাফিল কত ঘন্টা স্থায়ী হয়?
উঃ সিলডেনাফিল এর কার্যক্ষমতা শরীরের সর্বোচ্চ চার ঘন্টা থাকে।
২)সিলডেনাফিল কতটুকু খাওয়া উচিত?
উঃ সিলডেনাফিল ২৫ মিলিগ্রাম, ৫০ মিলিগ্রাম, ১০০ মিলিগ্রাম এর ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে একটি করে সেবন করা যেতে পারে।
৩)Sildenafil প্রতিদিন খাওয়া কি ক্ষতিকর?
উঃ Sildenafil প্রতিদিন খাওয়ার শরীরের জন্য ক্ষতিকর কিনা তা ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানাতে পারবেন। কারণ ব্যক্তি বিশেষ শরীরের পরিস্থিতি ভিন্ন ধরনের হয়ে থাকো।
৪)সিলডেনাফিল কখন খাওয়া যাবে না?
উঃ যাদের হার্ট ও লিভারে সমস্যা আছে তারা সিলডেনাফিল খেতে পারবেন না।
৫)সিলডেনাফিল খেলে মাথা ব্যাথা হয় কেন?
উঃ সিলডেনাফিল মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়িয়ে তোলে। ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মাথা ব্যথা অনুভূত হয়।
৬)সিলডেনাফিল কতদিন খেতে হয়?
উঃ সিলডেনাফিল থেকে সবথেকে ভালো ফল পাওয়ার জন্য দুই বছর একটানা খাওয়া যেতে পারে।
৭)সিলডেনাফিল কি খাবারের সাথে খাওয়া উচিত?
উঃ সিলডেনাফিল খাবারের সাথে বা খাবার ছাড়া পানির সাথে গিলে খাওয়া যেতে পারে।
৮)সিলডেনাফিলের সাথে কোন ঔষধ খাওয়া উচিত নয়?
উঃ সিলডেনাফিলের সাথে নাইট্রেট জাতীয় ঔষধ খাওয়া উচিত নয়।
৯)সিলডেনাফিল কি উচ্চ রক্তচাপের চিকিৎসা করতে পারে?
উঃ সিলডেনাফিল রক্তচাপ কমিয়ে দিতে সাহায্য করে যা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। তবে সরাসরি উচ্চ রক্তচাপের চিকিৎসায় এই ট্যাবলেট টি সেবন করা যাবে না।
১০)সিলডেনাফিল কি শ্বাসকষ্টের কারণ?
উঃ সিলডেনাফিল সেবনের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
রেফারেন্স
- Company: https://www.hplbd.com/
Napa Extra 500 mg+65 mg Tablet (নাপা এক্সট্রা ৫০০ মি:গ্র:+৬৫ মি:গ্রা: ট্যাবলেট) নাপা এক্সট্রা (Napa Extra) প্যারাসিটামল ও ক্যাফেইন এর Read more
এইস প্লাস | Ace Plus Tablet জেনেরিক নামঃ প্যারাসিটামল উপাদানঃ প্যারাসিটামল + ক্যাফেইন প্রস্তুতকারক কোম্পানিঃ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এইস প্লাস Read more
টামেন টার্বো | Tamen Turbo Tablet নামঃ Tamen Turbo500 (mg+65 mg) ধরনঃ ট্যাবলেট জেনেরিক নামঃ প্যারাসিটামল উপাদানঃ প্যারাসিটামল + ক্যাফেইন Read more
Monas 10 mg Tablet | মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট জেনেরিক নামঃ মন্টিলুকাস্ট প্রস্তুতকারক কোম্পানিঃ ACME ল্যাবরেটরিজ লিমিটেড মোনাস Read more
প্রোভেয়ার ১০ মি.গ্রা.ট্যাবলেট | provair 10 mg tablet জেনেরিক নামঃ মন্টিলুকাস্ট প্রস্তুতকারক কোম্পানিঃ Unimed Unihealth MFG প্রোভেয়ার ১০mg Read more
ফেক্সো ১২০ মি.গ্রা. ট্যাবলেট | Fexo 120mg Tablet জেনেরিক নামঃ ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড প্রস্তুতকারক কোম্পানিঃ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. ফেক্সো Read more