এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে ২.৬ মি.গ্রা.+০.০৩২৫ মি. গ্রা.স্প্রে। Antazol plus Nasal Spray | স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে

Table of Contents

এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে

জেনেরিক নাম: সোডিয়াম ক্রোমোগ্লিকেট+ জাইলোমেটাজলিন হাইড্রোক্লোরাইড।

প্রস্তুতকারক কোম্পানি : স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে দাম:

প্রতি পিস : ১৩০ টাকা (120 metered Spray)

 

প্রতিটি এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে সোডিয়াম ক্রোমোগ্লিকেট ও জাইলোমেটাজলিন হাইড্রোক্লোরাইড এর স্বচ্ছ দ্রবন যাতে সোডিয়াম ক্রোমোগ্লিকেট রয়েছে ২.৬ মি.০গ্রা. এবং জাইলোমেটাজলিন হাইড্রোক্লোরাইড রয়েছে ০.০৩২৫ মি.গ্রা.। এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে এলার্জি ও ঠান্ডা জনিত কারণে বন্ধ নাক খোলার চিকিৎসায় বহুলভাবে ব্যবহৃত হয়। বন্ধ নাক তাৎক্ষনিক ভাবে খুলতে এটা খুবই কার্যকর ভূমিকা পালন করে। এই ন্যাজাল স্প্রে নাকের ভিতরের রক্তনালীগুলিকে সংকীর্ণ করে নাকের ফোলাভাব কমায় এবং নিঃশ্বাস গ্রহন প্রক্রিয়া সহজতর করে। তবে এই ন্যাজাল স্প্রের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যেমন- মাথাব্যথা, নাক জ্বালাপোড়া, নাজের শুষ্কভাব,হাচি ইত্যাদি তবে এর বেশিরভাগই ভুল ব্যবহার বা ওভারডোজ এর কারণে হয়ে থাকে।তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে এই ন্যাজাল স্প্রে ব্যবহার করুন। 

এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রের বিকল্প

ক্র.নংবিকল্পকোম্পানির দাম(প্রতি পিস)
১.জাইলো প্লাস ন্যাজাল স্প্রেইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.১১০ টাকা
২.জাইলোমেট প্লাস ন্যাজাল স্প্রেঅপসোনিন ফার্মা লি.১১০ টাকা
৩.এ্যাজি ফ্লু ন্যাজাল স্প্রেওএসএল ফার্মা লি.৩২০ টাকা
৪.ডাইনাস ন্যাজাল স্প্রেবেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি.৩২০ টাকা
৫.জেলটাস ন্যাজাল স্প্রেঅপসোনিন ফার্মা লি.৩২০ টাকা

নির্দেশনা 

ঠান্ডা জনিত সর্দির কারণে বন্ধ নাক কোলার চিকিৎসায় ব্যবহারে এটি নির্দেশিত। এছাড়াও এলার্জিক রাইনাইটিস(যেমন হে ফিভার ও সারা বছরব্যাপী রাইনাইটিস) চিকিৎসায় ও প্রতিরোধে Antazol Plus Nasal Spray নির্দেশিত হয়।

ফার্মাকোলজি 

a-adrenergic ক্রিয়াসহ জাইলোমেটাজলিন হাইড্রোক্লোরাইড হলো একটি Sympathomimetic ওষুধ। ঠান্ডা ও এলার্জি জনিত কারণে শরীরে ভাসোকনস্ট্রিকশন তৈরি হয় ফলে নাক বন্ধ হয়ে যায়।জাইলোমেটাজলিন হাইড্রোক্লোরাইড রোগীদের সহজে নাক দিয়ে শ্বাস নিতে সহায়তা করে।নাকের মিউকোসাতে সোডিয়াম ক্রোমালিন স্থায়ীভাবে কাজ করে।এটি এন্টিবডি-এন্টিজেন বাইন্ডিং হওয়ার পরে সহজে অনুভবনশীল মাস্ট কোষ থেকে হিস্টামিন এবং ধীর- প্রত্যাহতি পদার্থ (SRSA) সহ টাইপ।বিভিন্ন এন্টিজেনের সাথে মিশে ওষুধটি IgE এর আবদ্ধতাকে বাধা দেয় না বিপরীতভাবে এটি এমন পদার্থের মুক্তিকে বাধা দেয় যা প্রতিক্রিয়ায় সাড়া দেয় যেমন এসআরএসএ এবং হিস্টামিন। 

Antazol plus Nasal Spray এর মাএা

বৃদ্ধসহ প্রাপ্তবয়স্ক ও শিশুদের : এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে (Antazol Nasal Spray) প্রতি নাকে এক ফোঁটা করে দিনে চারবার ব্যবহার করতে হবে।

*চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করুন 

ব্যবহারবিধি  

এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে(Antazol Nasal Spray) সঠিকভাবে ব্যবহারের নিয়ম-

  • ন্যাজাল স্প্রের বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন এবং তারপর  উপরের ডাস্ট কভার টা খুলে ফেলুন।
  • স্প্রের বোতল বৃদ্ধাঙ্গুলির উপর রাখুন এবং তর্জনী ও মধ্যমা আঙ্গুল নজালের  দুপাশে রেখে স্প্রেটি ধরুন।কুয়াশার মতো ভালো স্প্রে বেরিয়ে না আসা পর্যন্ত মধ্যমা ও তর্জনী আঙ্গুল দিয়ে চাপ প্রয়োগ করতে হবে।এক সপ্তাহ বা তার বেশি সময় স্প্রে ব্যবহার করা বন্ধ রাখলে বা প্রথমবার ব্যবহার করলে ততক্ষণ পর্যন্ত চাপ প্রয়োগ করুন যতক্ষণ পর্যন্ত কুয়াশার মতন নিখুঁত স্প্রে বেরিয়ে আসছে।
  • নাক পরিষ্কার করার সময় সাবধানে নাক ঝারুন।
  • মাথা সামনের দিকে ঝুকে নজাল স্প্রের এপ্লিকেটর  সোজাভাবে সাবধানে নাসারন্ধ্রে প্রবেশ করান। নাক দিয়ে শ্বাস নিতে থাকুন এবং শ্বাস নেওয়ার সময় ন্যাজাল অ্যাপ্লিকেটরটির সাদা অংশে নিচের দিকে জোরে চাপ প্রয়োগ করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত কুয়াশার মত নিখুঁত স্প্রে বের হয়।
  • মুখ দিয়ে শ্বাস বের করুন।
  • পরবর্তী ডোজ বা অন্য নাসারন্ধে ব্যবহারের সময় একই পদ্ধতি অবলম্বন করুন। 

ন্যাজাল স্প্রে পরিষ্কার প্রণালী : সপ্তাহে অন্তত একবার ন্যাজাল স্প্রে টি পরিষ্কার করতে হবে।পরিষ্কার পদ্ধতি নিম্নরূপ-

  • ডাস্ট কভার টা খুলে ফেলুন এবং তারপরে খুব সাবধানে উপরের এপ্লিকেটর টেনে খুলে ফেলুন।
  • এরপর সামান্য উষ্ণ গরম পানিতে ডাস্ট কভার এবং অ্যাপ্লিকেটর পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
  • অতিরিক্ত পানি ঝেড়ে ফেলুন এবং অতিরিক্ত তাপ প্রয়োগ না করেই স্বাভাবিক তাপমাত্রায় এপ্লিকেটর টি এবং ডাস্ট কভারটি শুকিয়ে ফেলুন।
  • শুকনো ডাস্ট কভার এবং অ্যাপ্লিকেটর পুনরায় বোতলে পুণ্য স্থাপন করুন। 

 

*চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করুন

এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে মিথস্ক্রিয়া 

সিবুট্রামিন এর সাথে রক্তচাপ ও হৃদস্পনন্দন বৃদ্ধি পাওয়া।সম্ভাব্য মারাত্মক :MAOI এর সাথে হাইপারটেনসিভ সংকট। 

এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া 

এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে (Antazol Nasal Spray) ব্যবহারে তেমন কোন বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া তথ্য পাওয়া যায়নি।তবে প্রথমবার ব্যবহারে মাঝেমধ্যে নাকের মিউকোসায় জ্বালাপোড়া হতে পারে।এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে কিছুটা জাইলোমেটাজলিন থাকায় সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন –

  • মাথা ব্যথা
  • হাঁচি
  • ঘুম ঘুম ভাব
  • বুক ধরফর করা 
  • ঘুমের স্বল্পতা  
  • নাসারন্ধে জ্বালাপোড়া
  • নাসারন্ধ্রে শুষ্ক ভাব।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে Antazol Nasal Spray ব্যবহার 

গর্ভবতী মায়েদের জন্য: এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে তে কিছুটা পরিমাণ জাইলোমেটাজলিন রয়েছে।তাই চিকিৎসকের পরামর্শ ব্যতীত এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে(Antazol Nasal Spray) গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে গর্ভের প্রথম তিন মাস এটি ব্যবহার করা উচিত নয়।

স্তন্যদানকারী মায়েদের জন্য: চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার করা অনুচিত।   

প্রতিনির্দেশনা 

নিম্নলিখিত পরিস্থিতিতে এন্টাজল ন্যাজাল ড্রপ এর ব্যবহার পরিহার করুন-

  • কিডনির সমস্যা/দুর্বল হলে।  
  • হৃদরোগ থাকলে
  • লিভারের সমস্যা থাকলে বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে।
  • সোডিয়াম ক্রোমোগ্লিকেট ও জাইলোমেটাজলিন জাতীয় ওষুধে এলার্জির সমস্যা থাকলে।

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করুন।

এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রের ওভারডোজ এর প্রভাব

ঠান্ডা জনিত ও এলার্জির কারণে বন্ধ নাকের চিকিৎসায় এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে একটি খুবই কার্যকরী ওষুধ।তবে এটি অতিরিক্ত ব্যবহারে নাকসহ শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব দেখা দিতে পারে।প্রাথমিকভাবে ব্যবহারের ২৪ ঘন্টার মধ্যে প্রাথমিক লক্ষণ গুলো দেখা দেয়।যেমন- নাকে জ্বালাপোড়া, নাকের শুষ্কতা, বমি বমি ভাব,মাথা ব্যথা, বুক ধরফর ইত্যাদি। তবে ২৪ ঘন্টা পার হলে আরো গুরুতর সমস্যা দেখা দিতে পারে যেমন কিডনি বা লিভারের জটিলতা,শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ এমনকি হৃদরোগ ও হতে পারে।তবে যেকোন সমস্যায় অতিদ্রুত চিকিৎসক এর শরণাপন্ন হতে হবে।এবং চিকিৎসকের নির্দেশিত মাত্রা অঅনুযায়ী সঠিকসময়ে ঔষধ সেবন করতে হবে।

Antazol Nasal Spray থেরাপিউটিক ক্লাস

এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রের থেরাপিউটিক ক্লাস হলো: Mast Cell Stabiliser

এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে- সতর্কতা

সাধারণত ঠান্ডা জনিত ও এলার্জি জনিত কারণে বন্ধ না খোলা চিকিৎসায় এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে ব্যবহার করা হয়। তবে নিয়ম অনুযায়ী ব্যবহার না করলে বা এটার অপব্যবহার করলে পুনরায় নাসারন্ধ্র  বন্ধ বা এই ওষুধের প্রভাবে দীর্ঘস্থায়ী রাইনাইটিস হতে পারে। তাই অবশ্যই সতর্কতার সহিত এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে ব্যবহার করুন।

রাসায়নিক গঠন।জাইলোমেটাজলিন 

সংকেত:C24 H16 N2

রাসয়নিক গঠন:

এন্টাজল ন্যাজাল স্প্রে
এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে

 

সংরক্ষণ 

অতিরিক্ত তাপ,আলো ও আদ্রতা থেকে দূরে রাখুন।শীতলতম স্থান অর্থাৎ ৩০ ডিগ্রি তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন।শিশুদের নাগালের বাইরে রাখুন।

***বিশেষ ঘোষণা

এখানে দেওয়া তথ্যগুলি শুধুমাএ এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে সম্পর্কে ধারণা প্রদানের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে।তথ্যগুলো বিভিন্ন গবেষণামূলক জার্নাল,বই ও বিভিন্ন আর্টিকেল থেকে সংগ্রহ করা হয়েছে যা কোনভাবেই চিকিৎসক এর বিকল্প নয়।তাই এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে(Antazol Nasal Spray) ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।যেহেতু উপরিউক্ত তথ্যগুলো বিভিন্ন উৎস থেকে নেওয়া হয়েছে তাই এটির কার্যকারিতা,উপকারিতা,অপকারিতা সম্পর্কে আমরা নিশ্চয়তা দিতে পারি না।তাই এ সকল তথ্যের কারণে এই ন্যাজাল স্প্রে ব্যবহার করে কোনরূপ ক্ষতি বা অপকারিতা স্বীকার হলে আমরা দায়ী নয়।

  • এই তথ্য শুধুমাএ এই ন্যাজাল স্প্রে সম্পর্কে সাধারণ ধারণা প্রদানের লক্ষ্যে দেওয়া হয়েছে যা কোনমতেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।
  • এই স্প্রে ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন।

 

“আরো পড়ুন”

নিউকস বি (neucos b) ১০০ মি.গ্রা. ট্যাবলেট | দাম – নির্দেশিকা – মাত্রা সেবনবিধি

 

এন্টাজল প্লাস ন্যাজাল স্প্রে(Antazol Nasal Spray) সম্পর্কে প্রশ্ন উওর

১.নাকের স্প্রে ব্যবহারের নিয়ম কি?

উওর: মাথা সামনের দিকে ঝুকে এক নাক হাত দিয়ে চেপে বন্ধ রাখুন এবং অন্য নাকে স্প্রের এপ্লিকেটর ঢুকিয়ে আঙুল দিয়ে স্প্রের সাদা অংশটি জোরে চাপ দিন যতক্ষণ না পর্যন্ত কুয়াশার মত নিখুত স্প্রে বের না হয়।

২.নরসল ড্রপ খোলার পর কতদিন ব্যবহার করা যায়?

উওর: তরল নাকের ড্রপ খোলার পর যদি মুখ বন্ধ রাখা হয় তাহলে সর্বোচ্চ ৪ সপ্তাহ ব্যবহার করা যায়।

৩.সবচেয়ে ভালো নেজাল স্প্রে কোনটি?

উওর: এলার্জি জনিত কারণে বন্ধ নাকের চিকিৎসায় ওটিসি স্টেরয়েড ও আ্যন্টিহিস্টামিন অনুনাসিক স্প্রে সর্বোত্তম।

৪.নাক বন্ধ হলে কোন ওষুধ ভাল?

উওর: ডিকনজেসটেন্ট  টাইপের ওষুধ কারণ এটি নাকের ভিতরের ফোলা ভাব কমায় এবং সািনাস ও স্টাফিনেসের চাপ কমাতে সহায়তা করে।

৫.নাকের স্প্রে ব্যবহার করলে কি নাকে ব্যথা হয়?

উওর: অনেক সময় অনুনাসিক স্প্রে ব্যবহার করলে নাকে জ্বালাপোড়া ও নাক দিয়ে রক্ত পড়তে পারে এই কারণে নাকে ব্যথা হতে পারে। এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিছুদিন নাকের স্প্রের ব্যবহার বন্ধ রাখা উচিত।

৬.কোন নাকের স্প্রে খেলে ঘুম ঘুম ভাব আসে?

উত্তর: আ্যন্টিহিস্টামিন জাতীয় নাকের স্প্রে সর্দি, হাচি, ও চুলকানি উপশমে কাজ করে।এই জাতীয় স্প্রে খেলে হালকা ঘুম ঘুম ভাব আসতে পারে।

৭.কোন ঔষধ খেলে নাক বন্ধ হয়?

 উওর: অ্যাসপিরিন,আইবুপ্রোফেন ও উচ্চ রক্তচাপের ওষুধ  বিটা ব্লকার খেলে নাক বন্ধ হয়ে যেতে পারে।

৮.অসুস্থ না হলে রাতে নাক বন্ধ থাকে কেন?

উওর: শোবার ঘরে যদি এলার্জি সৃষ্টিকারী ধূলিকণা, পরাগ এবং পোষা প্রাণীর খুশকি থাকে বা ঘরের ভিতর বাতাসের গুনমান যদি খারাপ থাকে তাহলে অসুস্থ হওয়া ছাড়াই আপনার নাক বন্ধ হয়ে যেতে পারে।

৯.নাকের স্প্রে কতদিন ব্যবহার করা যায়? 

উত্তর: একটানা তিন দিনের বেশি নাকে স্প্রে ব্যবহার করা উচিত নয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে।

১০.নাক দিয়ে পানি পড়া ঔষধের নাম কি?

উওর : অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ নাক দিয়ে পানি পড়া বন্ধ করে নাক শুষ্ক রাখতে সহায়তা করে

 

রেফারেন্স

 

 

 

Related Posts
Napa Extra 500 mg+65 mg Tablet (নাপা এক্সট্রা ৫০০ মি:গ্র:+৬৫ মি:গ্রা: ট্যাবলেট)
Napa Extra

Napa Extra 500 mg+65 mg Tablet (নাপা এক্সট্রা ৫০০ মি:গ্র:+৬৫ মি:গ্রা: ট্যাবলেট) নাপা এক্সট্রা (Napa Extra) প্যারাসিটামল ও ক্যাফেইন এর Read more

এইস প্লাস | Ace Plus Tablet | দাম – জেনেরিক – খাওয়ার নিয়ম ও যাবতীয় তথ্য
এইস প্লাস

এইস প্লাস | Ace Plus Tablet  জেনেরিক নামঃ  প্যারাসিটামল  উপাদানঃ প্যারাসিটামল + ক্যাফেইন  প্রস্তুতকারক কোম্পানিঃ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড      এইস প্লাস Read more

টামেন টার্বো | Tamen Turbo Tablet | দাম – জেনেরিক – খাওয়ার নিয়ম ও যাবতীয় তথ্য 
টামেন টার্বো

টামেন টার্বো | Tamen Turbo Tablet নামঃ  Tamen Turbo500 (mg+65 mg) ধরনঃ ট্যাবলেট জেনেরিক নামঃ  প্যারাসিটামল  উপাদানঃ প্যারাসিটামল + ক্যাফেইন  Read more

মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট | Monas 10 mg Tablet
মোনাস ১০

Monas 10 mg Tablet | মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট  জেনেরিক নামঃ   মন্টিলুকাস্ট  প্রস্তুতকারক কোম্পানিঃ    ACME ল্যাবরেটরিজ লিমিটেড মোনাস Read more

প্রোভেয়ার ১০ মি.গ্রা.ট্যাবলেট | Provair 10 mg Tablet
প্রোভেয়ার ১০ মি.গ্রা.ট্যাবলেট | provair 10 mg tablet

প্রোভেয়ার ১০ মি.গ্রা.ট্যাবলেট | provair 10 mg tablet  জেনেরিক নামঃ   মন্টিলুকাস্ট  প্রস্তুতকারক কোম্পানিঃ   Unimed Unihealth MFG প্রোভেয়ার ১০mg Read more

ফেক্সো ১২০ মি.গ্রা. ট্যাবলেট | Fexo 120mg Tablet
ফেক্সো ১২০

ফেক্সো ১২০ মি.গ্রা. ট্যাবলেট | Fexo 120mg Tablet জেনেরিক নামঃ  ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড প্রস্তুতকারক কোম্পানিঃ   স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি.   ফেক্সো Read more

Leave a Comment